
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা: জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পাশাপাশি ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রে অভিনয় করছিলেন মানসী সেনগুপ্ত। তবে এইমুহূর্তে শুটিং সংক্রান্ত সব কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই কারণেই বাড়িতেই এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। স্বভাবতই কোনও ধারাবাহিকেই এখন দেখা যাবে না মানসীকে। তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আবার কাজে ফিরবেন তিনি।
আর তিন মাস পরেই ভূমিষ্ঠ হবে মানসীর সন্তান। যদিও অন্তঃসত্ত্বা অবস্থাতেই গত ছয় মাস চুটিয়ে শুটিং করে গিয়েছেন মানসী। অবশ্য বহু আগেই এই অভিনটেরি জানিয়েছিলেন, এবার তাঁর হাই-রিস্ক প্রেগন্যান্সি, চিকিৎসক বেড রেস্টে থাকতে বললেও সাবধানে শুটিং চালিয়ে যান তিনি। তবে মাঝে অসুস্থ হওয়ার কারণে এই কয়েক মাস কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে আর দেখা যাবে না তাকে। অন্যদিকে, এই ধারাবাহিকে মানসী অভিনীত চরিত্র ‘অহনা’কেও জেলে পাঠানো হয়েছে, সেই কারণে পরবর্তী কয়েক মাস আর দেখা যাবে না এই নেতিবাচক চরিত্রকে।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের অন্যতম মুখ ছিলেন তিনি। কাজ করেছেন মুম্বইতেও। হিন্দি ধারাবাহিক ‘বান্নি চাও হোম ডেলিভারি-তে অভিনয় করেছিলেন মানসী যা ছিল বাংলার খুকুমণি হোম ডেলিভারির রিমেক। এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর প্রথমবার ডেলিভারি ছিল হাই রিস্কের। মেয়ে হয়েছিল প্রিম্যাচিওর। তাই এবারে গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতেই হচ্ছে তাঁকে । তবে যেহেতু সেটের সকলে সবরকম সুবিধা করে দিতে প্রস্তুত, তাই তখন সেরকম অসুবিধেয় পড়েননি তিনি।
তবে কাজ ছাড়া ভাল থাকতে পারেন না মানসী। অভিনেত্রীর কথায়, “দুটো শুটিং একসঙ্গে করার ফলে অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন চিকিৎসকের পরামর্শ মত সম্পূর্ণ বেড রেস্টে আছি। আমার প্রায় নড়াচড়া করাও বারণ। তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আমি কাজ শুরু করব। এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। বাড়িতে সব সময় শুয়ে রয়েছি।”
বিরাট শোকের ছায়া কপিল শর্মার জীবনে! প্রয়াত শো-এর এই জনপ্রিয় সদস্য
প্রাণনাশের হুমকির পর ফের বিপদে সলমন! নিরাপত্তা বলয়কে তোয়াক্কা না করে সোজা 'ভাইজান' বাড়িতে ঢুকল কারা?
বিবাহবিচ্ছেদের গুজবের মাঝেই কান-এ ঐশ্বর্যর সিঁথিতে সিঁদুর, তা দেখে পোস্টে কী বলতে চাইলেন অমিতাভ?
তিন কথক, তিন ভৌতিক কাহিনি, এক অদ্ভুত সন্ধ্যা—‘ভূতপূর্ব’-এ এক ফ্রেমে ভয় ও সাহিত্য
মা হওয়ার পরেই বলিউড ছাড়ছেন আথিয়া! জল্পনায় সিলমোহর দিয়ে কী বললেন বাবা সুনীল শেট্টি?
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!